• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ১২:১০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০২১, ১২:১০ পিএম

সেতু ভেঙে খালে পাথরবোঝাই ট্রাক

সেতু ভেঙে খালে পাথরবোঝাই ট্রাক

রাঙ্গামাটি জেলার কাউখালিতে পাথরবোঝাই ট্রাক নিয়ে পোয়াপাড়া বেইলি সেতু ধসে পড়েছে। এতে বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ।

পুলিশ জানায়, কাউখালি নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙে ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়।

এতে চালকসহ ট্রাকে থাকা দুই-তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে, যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জাগরণ/এমআর