• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৮, ২০২১, ০১:০৯ পিএম

খালিয়াজুরীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

খালিয়াজুরীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে শনিবার হুয়াওয়ে ট্যাকনোলজি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে স্থানীয় বন্যার্ত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

আনুষ্ঠানিক এ বিতরণ কার্যক্রমে ঢাকা থেকে ভার্চুয়্যালি উপস্থিত হয়ে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানটিতে ভার্চুয়্যালি থেকে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসসক কাজি মো. আবদুর রহমান।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. নাজিম উদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আবুল কালাম আজাদ ও হুয়াওয়ে’র (সিইও) চিপ এক্সিকিউটিভ অফিসার ঝাং জেংজুন প্রমুখ। 

উল্লেখ্য, প্রতিটি পরিবারের জন্য বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল চাল ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, আলো ১ কেজি ও ওরস্যালাইন ৫টি। 

জাগরণ/এমআর