• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ১০:৪৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০২১, ১০:৪৬ এএম

সলঙ্গায় আটক ৬ 

সলঙ্গায় আটক ৬ 

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৩৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ সহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় পলিথিন ব্যাগ বহনকারী তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে আটকৃতদের নাম পরিচয় জানানি র‌্যাব।

গতকাল শনিবার রাতে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জন রানা জানান, র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ঢাকা থেকে বগুড়াগামী তিনটি ট্রাক ভর্তি ব্যবহার নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এর চালান আসছে। পরবর্তীতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সকালে ট্রাকগুলো পৌঁছালে আটক করা হয়। আটককৃত পলিথিন ব্যাগের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

জাগরণ/এমআর