• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০১:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০২১, ০১:৩৪ পিএম

কুষ্টিয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জরিমানা

কুষ্টিয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জরিমানা

কুষ্টিয়ায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ভবনে ছাত্রদের জোর করে রেখে বেতনের জন্য চাপ দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এডুকেয়ার স্কুল নামের শিক্ষা প্রতিষ্ঠানটি শহরের কোর্টপাড়ায় অবস্থিত। তাদের আবাসিক ভবন হাউজিং এলাকায় অবস্থিত। সেখানে আবাসিক ছাত্রদের রাখা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও এডুকেয়ারের আবাসিক ছাত্রদের রেখে সরকারি নীতিমালা ভঙ্গ করা হয়েছে। এ ছাড়া জোর করে ছাত্রদের আটকে রাখা এবং বেতনের জন্য অভিভাবকদের চাপ দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে এদিন বেলা তিনটার দিকে হাউজিং এলাকায় এডুকেয়ার আবাসিক ভবনে অভিযান পরিচালনা করা হয়।