• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৪:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০২১, ০৪:৪৫ পিএম

কুমিল্লায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা

কুমিল্লায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা

১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীল নকশা কৃত অন্যতম খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় তার বাড়ির সামনে অগ্নিসংযোগ করা হয়। খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা ও জানালা ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানা পুলিশের উপ পরিদর্শক এস আই জাহাঙ্গীর বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থলে এসে আন্দোলনরত নেতা কর্মীদের শান্ত করে। কুমিল্লাবাসীর কাছে একটি ঘৃনিত নাম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাক।