• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:২৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:২৩ পিএম

সুন্দরবনে তিন জেলে আটক 

সুন্দরবনে তিন জেলে আটক 

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন ষ্টেশন অফিসের সদস্যরা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় শিকারের সরঞ্জামসহ ৩ জেলেকে আটক করেছেন। রোববার সকাল ৮ টার দিকে কোবাতক বন ষ্টেশন অফিসার (এসও) মো: নাসির উদ্দীনের নেতৃত্বে সুন্দরবনে আড়পাংগাশিয়া নদী সংলগ্ন কুনচির খালে মাছ ধরার সময় জেলেদের আটক করে। এ সময়ে জেলেদের ব্যবহৃত একটি নৌকা, তিনটি জাল ও এক বোতল বিষ সহ আনুষাঙ্গিক সরঞ্জাম জব্দ করে বন অফিসের সদস্যরা।

আটক তিন জেলে হলো: কয়রা থানার পূর্ব ঘড়িলাল গ্রামের শুকচাঁদ মোল্লার ছেলে আমিরুল মোল্লা এবং ওই গ্রামের আক্কাস খানের ছেলে আবুল কালাম ও জলিল মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় নদীতে বিষ প্রয়োগে মাছ ধরা কালিন জেলেদের হাতে নাতে আটক করা হয়। আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।