• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৭:১৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১, ০৭:১৮ এএম

মসজিদে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মসজিদে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বরগুনায় মসজিদে ঢুকে মো. জাফর (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বাদল নামে এক ঠিকাদার ও তার ছেলে ওলিউল্লাহ ওলি। 
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ব্যবসায়ী জাফরের ভাইয়ের ছেলে বেল্লালের (১২) সাথে ঠিকাদার বাদলের ছেলে স্বাধীনের (১০) ঝগড়া হয়। এ নিয়ে মাগরিবের আযানের আগ মুহুর্তে তর্ক হয় জাফর ও স্বাধীনের মায়ের সাথে।

মাগরিবের আযান দিলে জাফর পাশের মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে মসজিদের ইমাম যখন মোনাজাত শুরু করে, তখনই স্বাধীনের বাবা বাদল ও স্বাধীনের বড় ভাই ওলি মসজিদে প্রবেশ করে এলাপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এলাকাবাসীর সহায়তায় জাফরকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।

বরগুনা সদর হাসপাতালে তত্তাবাধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, জাফরকে হাসপাতালে নিয়ে আসতে কিছুটা দেরী হওয়ায় প্রচুর রক্ত বের হয়ে গেছে। তাই তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎস্যা নিশ্চিৎ করে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। ঘটনাটি খুবই দুঃখজনক। 

জাগরণ/এমআর