খুলনার মোংলার একটি বিদ্যালয়ের এক শিক্ষক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের সব শিক্ষককে করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস বুধবার রাতে বলেন, মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুলিন কুমার মন্ডল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। তবে ওই স্কুলটি এখনই বন্ধ ঘোষণা করা হবে না। যদি বাকি শিক্ষকদের ভাইরাসটি শনাক্ত হয় তাহলে বন্ধ করা হবে।
তিনি বলেন, শিক্ষক পুলিন কুমার মন্ডল গত ২০ সেপ্টেম্বরের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দায়িত্ব পালন শেষে গত সোমবার স্কুলে যোগ দেন। এরপর শরীরে জ্বর এলে প্রধান শিক্ষকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে করোনা শনাক্ত হয়। এর আগের দিন তার স্ত্রী হাসপাতালের নার্স সুচন্দা বলয় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
জাগরণ/এমআর