• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ১২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০২১, ১২:৫৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র তৈরির কারখানা, আটক ৩

রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র তৈরির কারখানা, আটক ৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। সেখানে অভিযান চালিয়ে ১০টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের আজিজুর রহমানের দুই ছেলে বাইতুল্লাহ ও হাবিব উল্লাহ এবং জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছান।

র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এ কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিলেন। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হয়। পরে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করে কারখানাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। সেখান থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছে র‍্যাব। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

জাগরণ/এমইউ