• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০২১, ০৫:০৬ পিএম

বাসরঘরে যাওয়ার আগেই পুলিশের হানা, করা হলো না বাসর

বাসরঘরে যাওয়ার আগেই পুলিশের হানা, করা হলো না বাসর

বিয়ে করে নতুন বউ তুলেছিলেন ঘরে। কিছুক্ষণ পরেই স্ত্রীর সঙ্গে বাসর। কিন্তু বাসরঘরে যাওয়ার আগেই হানা দিল বেরসিক পুলিশ। করল গ্রেফতার। বাসরঘরের বদলে যুবক এখন কারাগারে।

শনিবার রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার মাসুম বিল্লাহ একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
 
স্থানীয়রা জানায়, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাসুম বিল্লাহ। এ ঘটনায় দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। শুক্রবার নারায়ণগঞ্জ এলাকার একটি মেয়েকে বিয়ে করে গোপনে শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরেন তিনি। পরে রাতে চলছিল বাসরঘরের প্রস্তুতি। কিন্তু মাসুম বিল্লাহকে বাসরঘরে ঢোকার আগেই গ্রেফতার করে নিয়ে যায় বেরসিক পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, নারায়ণগঞ্জ জেলার দ্রুত বিচার আইনের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাসুম বিল্লাহ। দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

এমইউ