
কক্সবাজার সদরের ঝিলংজায় দুই বন্ধু মিলে মাদরাসার পড়ুয়া তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনির-উল-গিয়াস।
আসামিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ এবং একই ইউনিয়নের কোনার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইমরান।
ধর্ষণের শিকার মেয়েটির বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে শয্যাশায়ী, মা ভিক্ষাবৃত্তি করেই পরিবারের জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগীর মা বলেন, স্থানীয়রা আমার মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার পর ঘটনার দিন রাতেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করি। পরদিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি নিয়ে আসি। আমি ও আমার দুই মেয়ে প্রতিবন্ধী। স্বাভাবিক থাকা মেয়েটি মাদরাসার তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে। স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী। আমি ভিক্ষাবৃত্তি করে সংসারের হাল টানছি।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি শেখ মুনির-উল-গিয়াস জানান, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চালাচ্ছে।
এমইউ