শেরপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ডাবল সাজা দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম ময়মনসিংহের কোতোয়ালি থানার বৈঠামারি গ্রামের চানু মণ্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুলাই শেরপুর সদরের সাপমারি দাখিল মাদরাসার ঐ ছাত্রী নিজ বাড়িতে যাচ্ছিল। পথে মফিজুল ও তার দুই সহযোগী তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাকে একাধিকবার ধর্ষণ করে মফিজুল। ঘটনার ২৭ দিন পর ধর্ষণের শিকার ছাত্রীকে উদ্ধার ও ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে ভুক্তভোগীর বাবার মামলায় ২০২০ সালের ১৯ অক্টোবর আদালতে চার্জগঠন করা হয়। ঐ মামলায় জামিন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মফিজুল।
দীর্ঘ বিচারকাজ ও পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আসামি মফিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস এবং অপহরণের অভিযোগে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এমইউ