• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১, ০৯:৩৭ পিএম

নিরুদ্দেশ হওয়ার কারণ জানালেন দুই কিশোরী

নিরুদ্দেশ হওয়ার কারণ জানালেন দুই কিশোরী

এসএসসি পরীক্ষার শেষ দিনে ‘চলে যাচ্ছি, আর আসব না’ চিরকুট লিখে বাড়ি ছেড়ে যাওয়া দুই কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৭।

রোববার বিকেলে কুমিল্লার দ্বেবীদার থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রামে আনা হয়। সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে র‌্যাব।
 
গত ২৩ নভেম্বর দুই কিশোরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে নিরুদ্দেশ হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। 

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ২৩ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা থেকে দুই স্কুল শিক্ষার্থী রহস্যজনকভাবে উধাও হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। সেই ডায়েরির সূত্র ধরে কুমিল্লা থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী র‌্যাবকে জানিয়েছে, তারা আশঙ্কা করেছিল এসএসসি পরীক্ষার পর তাদের বিয়ে দিয়ে দেবে পরিবার। কিন্তু তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ পায়ে দাঁড়াতে চায়। সে কারণে তারা বাড়ি ছেড়েছিল এবং ছদ্মবেশ ধারণ করে এক মাস ধরে কুমিল্লায় অবস্থান করছিল। 

উদ্ধার হওয়া দুই কিশোরীকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমইউ