• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৭:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৯, ২০২২, ০৭:০৬ পিএম

মাগুরায় পাটবীজ চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

মাগুরায় পাটবীজ চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
ছবি- জাগরণ।

মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প অধীনে পাট অধিদপ্তরের নির্বাচিত পাটবীজ চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

রবিবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের পাট অধিদপ্তর জুনিয়র প্রশিক্ষক সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসের পাট অধিদপ্তর প্রশিক্ষক মাহাবুল আলমসহ অন্যরা। 

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ১’শ জন চাষি অংশ নেন। পরে বাছাইকৃত ২০ জন পাটবীজ চাষির মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

 

এসকেএইচ//