• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৪:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২২, ১০:৩৮ পিএম

শীতবস্ত্র পেলেন নবীনগরের শতাধিক অসহায় মানুষ

শীতবস্ত্র পেলেন নবীনগরের শতাধিক অসহায় মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় শিক্ষার্থীদের সংঘবদ্ধ অরাজনৈতিক সামাজিক সংগঠন ড্রীমস্ অফ নবীনগরের উদ্যোগে গত দু দিনব্যাপী  নবীনগর পৌর এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতের চাদর শাল বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ও গতকাল রবিবার নবীনগর ইচ্ছাময়ী বালীকা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি এ কার্যক্রম পরিচালনা করে।

এসময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু মোছা, ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম, সহাকরি প্রধান শিক্ষক মো. ইয়াসিনুল হক, সহকারি শিক্ষিক মো. মোস্তাফিজু রহমান, সহকারি শিক্ষিক, মো. সুলতানুর রহমান, উপজেলা নদী নিরাপত্তা সামাজিক সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সহকারি শিক্ষক মাউলানা মঞ্জুরুল করিম, সহকারি শিক্ষক গোলাম মহিউদ্দিন তৌফিক, সহাকরি শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।