• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০১:১১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২২, ০১:১১ পিএম

রাঙ্গাবালীতে নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ

রাঙ্গাবালীতে নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন চালায় মৎস বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড। এতে ৫ লাখ টাকার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার আগুনমুখা নদী থেকে এ জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে রবিবার (২০ ফেব্রুয়ারী) পর্যন্ত চলমান কম্বিং অপারেশনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলার আগুনমুখা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আগুনমুখা নদী থেকে ৫লাখ টাকার বেহুন্দি জব্দ করা হয়। 

এবিষয়ে রাঙ্গাবালী জোনের কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম ইউ আরিফ বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ অবৈধ জাল নির্মূলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নদীতে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৫লাখ টাকার জাল জব্দ করা হয়েছে এবং জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।

দৈনিক জাগরণ/আরকে