
আমতলী প্রতিনিধি
আমতলী পৌর শহরের ৮টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাঁধঘাট চৌরাস্তায়িএ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জাকারিয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী ও কলাপাড়া দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, জাকারিয়ার মুদি মনোহরদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিয়ে ছড়িয়ে পরে। এতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের গাফলতির কারনে এতোগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে।
আমতলী ষ্টেশন লিডার মোঃ গোলাম মোস্তাফা বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, খবর পেয়েই রাতে ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রনে আনতে সার্বিক সহযোগীতা করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেয়া হবে।