কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (৭ ফেব্রুয়ারী)। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা।
জেলার বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোঃ মিজানুর রহমান লিটন এর পক্ষে অস্ত্রসহ প্রচার প্রচারণা করার সময় সাবেক ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হুমায়ুন আহমেদ এর সাথে কথা বললে তিনি বলেন আমার এই অস্ত্রের লাইসেন্স আছে। তবে অস্ত্র সহ প্রচার প্রচারণা কথাটা সম্পুর্ন মিথ্যা। তবে নির্বাচন চলাকালীন আমি এ অস্ত্র প্রশাসনের কাছে জমা দিয়ে আসার জন্য বাসা থেকে বের হয়েছি। স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলার সময় কিছু চায়ের আড্ডায় মেতে উঠতেই পুলিশ প্রশাসন আমার কাছে এসে অস্ত্র দেখাতে বলে। আমি লাইসেন্স সহ অস্ত্র দেখিয়ে তাদেরকে জানালাম যে, আমি প্রশাসনের কাছে নির্বাচন চলাকালীন অস্ত্র জমা দিতে রওনা হয়েছিলাম। চায়ের বিরতি চলাকালীন সময় আপনারা এসেছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেন।
এবিষয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, নির্বাচনি এলাকায় অস্ত্র প্রদর্শ প্রচার প্রচারণা করার বৈধতা নেই। এটি বেআইনি ও অপরাধ। আমরা তাকে অস্ত্রসহ আটক করি। এবং লাইসেন্স থাকায় অস্ত্র আমাদের কাছে নির্বাচন চলাকালীন সময়ের জন্য রেখে দেই। তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
দৈনিক জাগরণ/আরকে