• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৩:০৬ পিএম

মৌলভীবাজারে টিকা সনদ দেখাতে না পারলে জেল

মৌলভীবাজারে টিকা সনদ দেখাতে না পারলে জেল

মৌলভীবাজার জেলায় ২৮ ফেব্রুয়ারির পর থেকে করোনা ভাইরাসের টিকাগ্রহণের সনদ ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া যাবে না। টিকাগ্রহণের সনদ প্রদর্শন না করতে পারলে মোবাইলকোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ জেলার ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়াও মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ পৌরসভার মেয়রগণ এ সভায় যুক্ত ছিলেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) র পর মৌলভীবাজারে কেউ যদি করোনাভাইরাস প্রতিরোধী টিকাগ্রহণের সনদ ছাড়া বাইরে বের হন, তাহলে তাকে জেল-জরিমানার মধ্য দিয়ে যেতে হবে। এ বিষয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল কোর্টের এ অভিযান ব্যবসায়ী, পথচারী, ক্রেতা-বিক্রেতা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

দৈনিক জাগরণ/আরকে