• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ১১:৪১ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২২, ১১:৪১ এএম

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

সপ্তম ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমরার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। 

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও  সাধারণ সদস্য পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ৭৪ জন। ১০টি কেন্দ্রের ৫০টি বুথের মাধ্যমে ভোট গ্রহন করা হচ্ছে। 

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ পল্টুন বিজিবিসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। 

উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন।

দৈনিক জাগরণ/আরকে