• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৫:১৫ পিএম

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে পানিতে ডুবে আরফা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় কাটাছরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম কাটাছরা গ্রামের হামিদুল্লাহ ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। 

আরফা ওই বাড়ির চাকুরীজিবি মো. নুরুল হকের কনিষ্ঠ কন্যা। চার ভাই-বোনের আরফা সবার ছোট।

নিহতের স্বজন এসএম কামরুল হাসান জানান, আরফা বিকালে উঠানের মধ্যে খেলা করছিল। এসময় হঠাৎ করে বাড়ির উঠানের সামনের পুকুরে পড়ে যায়। সেখান থেকে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওইদিন রাত ১১ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

কাটাছরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগরণ/আরকে