
কুমিল্লা জেলার মুরাদনগরে নিবাচনী সহিংসতায় ৬টি বাড়িঘর আসবারপত্র ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কুমিল্লার মুরাদনগর থানায় মামলা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরী গ্রামের এঘটনা ঘটে।
সংরক্ষিত মহিলা সদস্য শামিমা আক্তার (হেলিকপ্টার প্রতিক) ও তার স্বামী গোলাম জীলানী নেতৃত্বে মৃতঃ মোহাম্মদ আলী ছেলে কাজল মিয়া, মৃতঃ আক্রাম আলীর ছেলে ফুল মিয়া, জারু মিয়া ছেলে কালা মিয়া, আলম মিয়া, শীর মিয়ার ছেলে এরশাদ মিয়া, তাজউদ্দিনের ছেলে মজিবুর রহমানসহ ১৬জন একটি গ্রামে হামলা চালায়। কৈজুরী গ্রামের আবুল কাশেমের ২টি বাড়িঘর আব্দুল সাত্তার বাড়ীঘর, মুশিদ মিয়া, আলেয়া খাতুন বাড়ী, দফেদার মোনতাজ মিয়া বাড়ী, উষা রানীর বাড়ীঘরের আসবাবপত্র ভাংচুর ও কিস্তির ১০ হাজার টাকা লুট করা হয় বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত হন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডেও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শামিমা আক্তার (হেলিকপ্টার প্রতিক)। সংরক্ষিত মহিলা মেম্বার শামিমা (হেলিকপ্টার প্রতিক) ও তার স্বামী গোলাম জীলানী এতে ক্ষীপ্ত হয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে আনুমানিক সাড়ে ৮টায় (হেলিকপ্টার প্রতিক) ভোট না দেওয়ায় অভিযোগে গ্রামের নিরহ পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।
জাগরণ/আরকে