• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:০৫ পিএম

ডিমলার ৭ ইউপি’র নবনির্বাচিতদের শপথ 

ডিমলার ৭ ইউপি’র নবনির্বাচিতদের শপথ 

নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ৪র্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৭ ইউপি সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত।

গত ২৬ ডিসেম্বর ২০২১ইং উপজেলার মোট ১০ টি ইউনিয়নের মধ্যে ৭ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৩ টি ইউনিয়নের মেয়াদকাল শেষ না হওয়ায় ওই পরবর্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

৭ ইউপিতে বিজয়ী ৬৩ জন সাধারন সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্যগণকে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। 

এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, নব নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত ছিলেন আরও অনেক। 

জাগরণ/আরকে