• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০১:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২, ০১:১৫ পিএম

ভারতে পাচারকালে ৭ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

ভারতে পাচারকালে ৭ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এদের মধ্যে ৬ জন নারী ও একজন পুরুষ। এ সময় ইদ্রিস নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

র‌্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, মানবপাচারকারীরা প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু র‌্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচারের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী ও ১ পুরুষকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, তাদেরকে পাচার করে নিয়ে যাচ্ছিলেন মানবপাচারকারী চক্রের সদস্য মো: ইদ্রিস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো: বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা মানবপাচারকারী চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

জাগরণ/আরকে