
মহানবীকে (সঃ) নিয়ে কটুক্তি করায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের শিক্ষার্থী রাকিবুল ইসলাম (২০) মো: আরিফুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। শনিবার রাত আনুমানিক ১১ টায় আরিফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (স:) কে নিয়ে কটুক্তি করায় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়।
আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ ৷ তারা শিদলাই এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও একই এলাকার আলী আক্কাসের ছেলে রাকিব।
জানা যায়, রবিবার সন্ধ্যায় শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে বিকেলে ফেইসবুকে এক বার্তায় আরিফুর রহমান মুসলমানদের উদ্দেশ্য করে উক্ত কর্মকারন্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্র এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অপেল্লা রাজু নাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জাগরণ/আরকে