• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০২:৪৪ পিএম

তিতাস উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

তিতাস উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসের বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল মোল্লা, মানবাধিকার কর্মী মো: গাজী সোহেল রানা।

এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তোফাজ্জল হোসেন শাকিল, তাজুল ইসলাম মুন্সী, তাসীন তিহামী, নজরুল ইসলাম, মাহবুব রহমান, ইমরান হোসেন, রওনকুল ইসলাম বাবু, মহিউদ্দিন ভূঁইয়া রঞ্জু প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সা.) দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো: ইব্রাহীম খলিল বাদী হয়ে স্থানীয় ৫ সাংবাদিকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

জাগরণ/আরকে