• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০১:১২ পিএম

দুই পক্ষকে বুঝিয়ে বিয়ে দিলেন চেয়ারম্যান 

দুই পক্ষকে বুঝিয়ে বিয়ে দিলেন চেয়ারম্যান 

সৈয়দপুর প্রতিনিধি
অনাকাঙ্ক্ষিত ঘটনার সাবলীল ও ইতিবাচক সমাধান করলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধায় পরিষদ ভবনের নিজস্ব কার্যালয়ে প্রেমিকযুগলের বিবাহ সম্পন্ন করে দিলেন তিনি। 

এতে উভয় পক্ষই সমঝোতার সাথে নবদম্পতির জন্য দোয়া করে পরিসমাপ্তি ঘটালেন দিনব্যাপী তোলপাড় হওয়া একটি চাঞ্চল্যকর পরিস্থিতির। যা এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন এই ইউপি চেয়ারম্যান। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী রংপুরের তারাগন্জ উপজেলার খিয়ার জুম্মা বাইপাস মোড়ের লোকজন আপত্তিকর অবস্থায় এক যুবকের সাথে এক তরুণীকে দেখতে পেয়ে আটক করে। পরে তাদের সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট কলেজের সামনে নিয়ে আসে। 

এই খবর পেয়ে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থলে এসে তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে ছেলে মেয়ে উভয়ের কথা শোনেন। এসময় মেয়টি তাদের প্রেমের সম্পর্ক জানালেও ছেলেটি অস্বীকার করে। এতে মেয়েটি মোবাইল ম্যাসেজ ও ভিডিও প্রমাণ দেখায়। ছেলেটি তখন বিষয়টি স্বীকার করলেও বিয়ে করতে রাজি না হওয়ায় চেয়ারম্যান উভয়ের অভিভাবকদের জানান। 

 দুইজনের পরিবারের লোকজন উপস্থিত হয়। তাদেরকে নিয়ে কথা বলে সকলের সম্মতিতে কাজী ডেকে আটক ছেলে-মেয়ের বিয়ে সম্পন্ন করেন। পরে নিজেই মেয়েটিকে ছেলের বাবা মায়ের হাতে তুলে দেন। 

ফলে একটি অপ্রীতিকর ঘটনা শুভ কাজে পরিনত হয়। যা উভয় পরিবারের জন্য ইতিবাচক হিসেবে দেখা দিয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা তার দায়িত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করেন চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী। 

জাগরণ/আরকে