জাতিসংঘের আওতাধীন সংস্থা ইউএনডিআরআর এর কর্মসূচীর অংশ হিসেবে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ম্যাব) এর ব্যাবস্থাপনায় শেরপুর পৌরসভার আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৩৪টি পৌরসভার প্রতিনিধিদের সমন্বয়ে MCR 2030 Sign up বিষয়ক দিনব্যাপী কর্মশালা বুধবার (১৬ ফেব্রুয়ারি) পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ম্যাব এর কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের সদস সচিব পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সঞ্চালনায় ছিলেন বিএপিএস শেরপুর জেলার সভাপতি ও পৌর সচিব আবু লায়েছ মো: বজলুল করিম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৪টি পৌরসভা থেকে আগত সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, শেরপুর পৌরসভার কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন প্রতিনিধিগণ।
উক্ত কর্মশালায় জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল সিটিতে ২০৩০ সালের মধ্যে দূর্যোগ ব্যাবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কর্মশালার ট্রেনিং সেশন পরিচালনা করেন MCR 2030 বাংলাদেশ এর কনসালটেন্ট এস এম আব্দুর রউফ।
জাগরণ/আরকে