
মোংলা প্রতিনিধি
সুন্দরবন থেকে পাচারের সময় হরিনের মাথা, মাংস,পাসহ চামরা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কোস্টগার্ড পশ্চিম একটি অভিযানিক দল সুন্দরবন সংলগ্ন কয়রা এলাকার একটি খালের পাড় থেকে ২টি হরিণের মাথা, ২টি চামড়া, ২টি ভূড়ি, ৮টি পা ও ২ কেজি মাংস পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে: কমান্ডার এম মামুনুর রহমান সাক্ষরিত মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
জাগরণ/আরকে