• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৪:১৬ পিএম

উজিরপুরে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

উজিরপুরে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

বরিশালের উজিরপুরে ইঁদুর মারতে ধানক্ষেতে বসানো বৈদ্যুতিক বিশেষ ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত আউয়াল হাওলাদার (৪০) উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের আলী হাওলাদারের ছেলে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, নিজ ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন আউয়াল। কিন্তু অসাবধানতাবশত সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আউয়ালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগরণ/আরকে