• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:৪০ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:৪০ এএম

বারহাট্টার উদ্বোধনের অপেক্ষায় কেন্দ্রীয় শহীদ মিনার 

বারহাট্টার উদ্বোধনের অপেক্ষায় কেন্দ্রীয় শহীদ মিনার 

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি চলছে। এবছর বারহাট্রা উপজেলা প্রশাসনের ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একুশের চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।

বারহাট্টা উপজেলা শহরে নতুন করে নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। শেষ হয়েছে শহীদ মিনারটির নির্মাণ কাজ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন উপজেলাবাসী। বারহাট্টা শহরে আগে কোনো শহীদ মিনার ছিল না।

বারহাট্রা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটির দৈর্ঘ্য ৭১ ফুট এবং প্রস্থ ৫২ ফুট। যা বাংলা মায়ের মাতৃভাষা বাংলার বায়ান্ন ভাষা আন্দোলন এবং বাঙালির জাতির মুক্তি ও স্বাধীনতার একাত্তরের মুক্তিযুদ্ধ। 

নির্মাণাধীন শহীদ মিনারটি দেখতে প্রতিদিন শত শত মানুষ জড়ো হচ্ছে এর সামনে ও বেদিতে।

জাগরণ/আরকে