• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৯:৩৮ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৯:৩৮ এএম

বাউফলে অবৈধ কারেন্ট জাল আটক

বাউফলে অবৈধ কারেন্ট জাল আটক

বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় মৎস অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে প্রশাসন। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া থেকে এ জাল আটক করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে তেঁতুলিয়া নদীতে অভিযান চলায় উপজেলা মৎস অধিদপ্তর। এ সময় তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পড়ে জালগুলো নদীর পাড়েই সবার সামনে পুড়িয়ে ফেলা হয়। 

উপজেলা মৎস অফিসের সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, নদীতে কিছু অসাধু জেলেরা মৎস সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ নানা প্রকার অবৈধ জাল দিয়ে জাটকাসহ নানা প্রকার মাছের পোনা শিকার করে। এ সকল অবৈধ জাল আটক করার জন্য মৎস অধিদপ্তরের বিশেষ কাম্বিং অপরাশেন-২০২২ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম যা অব্যাহত রয়েছে।

জাগরণ/আরকে