কক্সবাজারের টেকনাফ কাস্টমঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ খায়রুল আমিন নামে এক রোহিঙ্গা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এসময় ৬টি অস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো: বিল্লাল উদ্দিন।
আটক খায়রুল উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-১, ব্লক এফ এর মৃত মোস্তাফিজের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো: বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা রোহিঙ্গা সর্দার খায়রুল আমিন টেকনাফের কাস্টমঘাট এলাকায় অবস্থান করছে। এই সংবাদে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১টি পিস্তল ও ২ রাউন্ড তাজা কার্তুজ। পরে টেকনাফের কেরনতলী এলাকার গহীন জঙ্গল থেকে আরও ৩টি একনালা বন্দুক, ২টি থ্রি-কোয়ার্টারগান ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, টেকনাফের কেরনতলী এলাকায় খায়রুল আমিন ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে তারা খুন, গুম, অপহরণ, চাঁদাবজি, ডাকাতি ও ইয়াবা কারবার করে আসছে। রাত হওয়ার সাথে সাথেই উক্ত এলাকার আতঙ্ক সৃষ্টি করে এই ডাকাত চক্র।
জাগরণ/আরকে