
বরিশালের উজিরপুরে বিভিন্ন ব্যান্ডের বিদেশী মদ, চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ এক নারী কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাকাল গ্রামে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন জানান, ওই গ্রামের শৈলেন মালাকারের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বসতঘর তল্লালি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৮০ বোতল দেশী-বিদেশী মদ, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির ৪০০ লিটার উপকরণসহ গৃহকর্ত্রী মালা মালাকারকে (৩৫) আটক করা হয়।
একইদিন সকালে গৈলা গ্রামের আব্দুর রহমান মৃধার বসত ঘরে তল্লালি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জাগরণ/আরকে