• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৩:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৩:৩২ পিএম

সাতক্ষীরায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ ভুয়া ডিবি আটক 

সাতক্ষীরায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ ভুয়া ডিবি আটক 

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মোটর সাইকেল, একটি খেলনা পিস্তল, ২টি পিস্তলের কাভার, একটি অকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কটি, দুটি হ্যান্ডকাফ, দুটি পুলিশ ফিল্ডক্যাপ, একটি পুলিশ বেল্ট, পুলিশের একটি ভুয়া আইডিকার্ড, চারটি মোবাইল ফোন, একটি হ্যান্ডব্যাগ ও একটি পিস্তল বাধার চেইন জব্দ করা হয়।

আটককৃতরা হল- মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)। তাদের বাড়ি যশোরের বিভিন্ন এলাকায়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল পাটকেলঘাটা হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন ধরে এই অপরাধের সাথে জড়িত বলে স্বীকার করেছে। জব্দকৃত আলামতসহ আটককৃতদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

জাগরণ/আরকে