• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ১০:০৪ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২, ১০:০৪ এএম

টেকনাফে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

টেকনাফে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

টেকনাফের হোয়াইক্যং কাটাখালী গ্রামে ১০ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত ও মারধর করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আটক যুবক হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার কোরবান আলীর পুত্র মোবারক মিয়া (২০)।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি জায়েদ হাসান বলেন, হোয়াইক্যং কাটাখালীর সাবেক মেম্বার গোলাম আকবরের নাতনী মাদ্রাসায় ১০ম শ্রেণীতে পড়ুয়া সাদিয়া আক্তারকে (১৫) উত্যক্ত ও মারধরের ঘটনায় টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয় । রবিবার (২০ ফেব্রুয়ারি) কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে মোবারক মিয়াকে আটক করা হয়। মোবারক মিয়া এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে ত্রাস সৃষ্টি করে সামাজিক শান্তি বিনষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। 

জাগরণ/আরকে