• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৪:১২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৪:১২ পিএম

বরিশালে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশালে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদী থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পর আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি কীর্তনখোলা নদী সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত  আফসার আলী প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আফসার আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে।

স্থানীয়দের ধারণা, শারীরিকভাবে দুর্বল হওয়ায় বৃদ্ধ আফসার আলী কীর্তনখোলা নদীতে পড়েই ডুবে যায়। পরে নদীর স্রোতের টানে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আফসার আলীর মরদেহ উদ্ধার হওয়ার পর তা স্বজনরা শনাক্ত করেছেন।

জাগরণ/আরকে