পাথরঘাটা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১০ কোটি ৮ লাখ ৭ হাজার ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পাথরঘাটার বলেশ্বর নদীর পদ্মা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হারুন-অর রশীদ জানান, পাথরঘাটার বলেশ্বর নদীর পদ্মা এলাকায় মাছ ধরার ট্রলারে ১০ জন জেলে ফাইস্যা মাছের পোনা ধরা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০ কোটি ৮ লাখ ৭ হাজার পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ পোনা মাছগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে জবানবন্দি নিয়ে আটক ১০ জেলেকে ছেড়ে দেয়া হয়।
জাগরণ/আরকে