• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১১:৩৬ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১১:৩৬ এএম

বদলগাছীতে দুই ইট ভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা

বদলগাছীতে দুই ইট ভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা

নওগাঁর বদলগাছীতে পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি ইট ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় উপজেলার মথুরাপুর ইউপির চাঁপাইনগর গ্রামে অবস্থিত মুন ব্রিক্স ও আধাইপুর ইউনিয়নের মাধবপুর মৌজায় অবস্থিত দীপ্তি ব্রিক্স এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জরিমানা আদায় করা হয়। 

মুন ব্রিক্স এর ম্যানেজার এনামুল হক ও দীপ্তি ব্রিক্স এর ম্যানেজার বাবুল টুডু বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং বিধি বহির্ভূত ভাবে মাটি কাটার জন্য আমাদের দুটি ইট ভাটায় ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আলী রাজিব মাহমুদ (মিঠুন)। এসময় ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাগরণ/আরকে