• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০১:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০১:৩১ পিএম

বরিশালে বাসে ৫০ মণ জাটকা

বরিশালে বাসে ৫০ মণ জাটকা

বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে সদর নৌ-থানা পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে কয়েকটি যাত্রীবাহী বাস থেকে এ জাটকা জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ লাখ টাকা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেন।

হাসনাত জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা, কলাপাড়া ও মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী কয়েকটি বাসে অভিযান চালানো হয়। এসময় আনুমানিক ৫০ মণ জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে শনিবার বেলা ১১ টার দিকে বরিশাল পুলিশ লাইন্স মাঠে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জাগরণ/আরকে