• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:৫৭ পিএম

টেকনাফে প্রায় ১৬ কোটি টাকার আইস উদ্ধার

টেকনাফে প্রায় ১৬ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ১৫ কোটি ৮৫ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত আইস এর পরিমাণ প্রায় ৩ কেজি ১৭০ গ্রাম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা নাফ নদীর বেড়িবাধ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা বিওপির সদস্যরা ওই এলাকার নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এর প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এর একটি বিশেষ টহলদল বেড়িবাঁধে অবস্থান করে। 

শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে সন্দেহভাজন ২ চোরাকারবারীকে নাফ নদী পার হতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে। এসময় তাদের সাথে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। টহলদল সেখানে তল্লাশী করে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মুল্যের ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

জাগরণ/আরকে