• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১০:২৫ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১০:২৫ এএম

বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা পেল বই

বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা পেল বই

বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বর্ণমালা বই বিতরণ করা হয়েছে। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বীরগঞ্জ পৌরশহর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ বর্ণমালার বই, খাতা, পেন্সিল বিতরণ করেছে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বিতরণকালে লাল সবুজ উন্নয়ন সংঘের উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি এস.কে সুজন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক প্রদীপ রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সারোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক. তপু রায়, সদস্য মাইশা মেহজাবিন জুই, মাসুদ হাসান, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উপজেলা শাখার সদস্যরা বলেন, ভাষার জন্য তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে শহীদ হওয়ার ইতিহাস শুধুমাত্র বাঙালি জাতিরই আছে। তাই এটা শুধু মুখের ভাষাই নয়, এর সঙ্গে মিশে আছে আমার ভাইয়ের রক্ত এবং গৌরবময় ইতিহাস। বর্তমানে আমরা বাংলা ভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষাকে গুরুত্ব দিচ্ছি। যে কারণে বাংলা ভাষা হারিয়ে যেতে বসেছে তার শুদ্ধতা। একটি ভাষার মাধুর্য বৃদ্ধি পায় সে ভাষার বর্ণমালার সঠিক উচ্চারণে। তাই শিশুদের বর্ণমালার সঠিক উচ্চারণ শেখাতে বর্ণমালার বই বিতরণ করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০১১ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করছে।

জাগরণ/আরকে