• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৪:২৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৪:২৬ পিএম

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ২

ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ২

জয়পুরহাটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুজনকে  আটক করেছে বিজিবি। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটকের পর বেলা ১১টায় পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আটকরা হল- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের ফচিল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) ও পশ্চিম উচনা গ্রামের মৃত হেছাব উদ্দিনের ছেলে সাহাবুল (৩৫)।

বিজিবি জানায়, ভোরে ভারতীয় সীমান্তবর্তী সোনাতলা এলাকা দিয়ে দুইজন বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাঁচবিবির হাটখোলা বিওপি সদস্যরা তাদের আটক করে এবং পাঁচবিবি থানায় মামলার মাধ্যমে পুলিশে সোপর্দ করেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা দুই বাংলাদেশি নগরিককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিজিবি সদস্যরা মামলা দিয়ে বেলা ১১টায় থানায় হস্তান্তর করেন। মামলার পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাগরণ/আরকে