• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ১২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২২, ১২:১৮ পিএম

আশুগঞ্জে অগ্নিকাণ্ডে পরিবারের সকলের মৃত্যু

আশুগঞ্জে অগ্নিকাণ্ডে পরিবারের সকলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় স্বামী ও সন্তানের পর মারা গেলেন দ্বগ্ধ রেখা আক্তার (৩৫)। 

টানা ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশু জুবায়ের ও জয় এবং স্বামী মকবুল মারা যায়। এ নিয়ে এ ঘটনায় রেখাসহ মকবুলের পরিবারের সকল সদস্যের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ মার্চ) নিহত মকবুলের চাচা মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় আলাই মোল্লা ভবনে বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শিক্ষক মকবুলের শিশু পুত্র জুবায়ের দ্বগ্ধ হয়ে মারা যায়। 

এ ঘটনায় মকবুল হোসেন, স্ত্রী ও আরেক ছেলে জয় দ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মকবুল হোসেন এবং রবিবার সকালে বড় ছেলে জয় মৃত্যুবরণ করেন। এছাড়াও মকবুলের দ্বগ্ধ গর্ভবতী স্ত্রী মৃত সন্তান প্রসব করে। অগ্নিকাণ্ডে একই পরিবারের সকলের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জাগরণ/আরকে