• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২২, ০২:৩২ পিএম

কক্সবাজারে মাইকিং করে স্ত্রীকে তালাক

কক্সবাজারে মাইকিং করে স্ত্রীকে তালাক

কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গ্রামে পরকীয়ার অভিযোগ এনে এক প্রবাসী তার স্ত্রীকে জনসম্মুখে মাইক ভাড়া করে তালাক দিয়েছেন। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। প্রবাসী ছৈয়দ নূর (৪৫) শত শত মানুষের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দেন। পরে উপস্থিত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।

এলাকাবাসী জানান, ১২ বছর আগে প্রবাসী ছৈয়দ নূর ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী সৌদি আরবে চলে যাবার পর তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। ছৈয়দ নুর ৯ বছর যাবৎ সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন। মাঝে মাঝে দেশে বেড়াতে আসলে স্বামী সৈয়দ নূরের হাতে বেশ কয়েকবার স্ত্রীর পরকীয়া ধরাও পড়ে। স্ত্রীকে বেশ কয়েকবার সতর্ক করেন তিনি। পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। 

প্রবাসী জানান, আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল। সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সবসময় ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। দীর্ঘ এক যুগ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এ ব্যাপারে হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, তাদের বিচার বর্তমানে ইউনিয়ন পরিষদে চলমান। তবে তালাক দুইজনের ব্যক্তিগত ব্যাপার, যা উচ্চারণের সঙ্গে সঙ্গে কার্যকর। এখানে মাইকে এসে বলার কিছুই নেই। এটা অন্যায় হয়েছে।

জাগরণ/আরকে