• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২২, ০২:৪০ পিএম

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে আটক ৮

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে আটক ৮

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ৮ জেলেকে আটক করা হয়েছে। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বনবিভাগের স্মার্ট পেট্টল টিমের সদস্যরা তাদের আটক করে। এসময় জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত বিভিন্ন মালামাল।

আটককৃত জেলেরা হল- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মজিদ গাজীর ছেলে খলিল গাজী, একই গ্রামের মোশারফ বরকন্দাজের ছেলে সাইফুল বরকন্দাজ ও ইসরাফিল বরকন্দাজ, সামসুর গাজীর ছেলে আবু সাঈদ গাজী, মুজিবর গাজীর ছেলে আব্দুল গফুর, হান্নান আলী বরকন্দাজের ছেলে হযরত আলী বরকন্দাজ, মৃত রামপদ মন্ডলের ছেলে দ্বীনবন্ধু মন্ডল এবং আজগর আলী সরদারের ছেলে অলিউল্যাহ সরদার।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মার্ট পেট্টোল টিমের দলপতি (এসও) শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ নোটাবেকী অভয়ারণ্য এলাকায় বিনা অনুমতিতে মাছ ধরার অভিযোগে ৮ জেলেকে আটক করেন।

জাগরণ/আরকে