
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার এই শ্লোগানে জাতীয় ভোটার দিবস আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।
বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সালাম আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মো: শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপির চেয়ারম্যান আলহাজ আহসান কবির, উপজেলা নির্বাচন অফিসার সুদিপ কুমার রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, পৌর কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা মো: সাদেকুর রহমানসহ আরো অনেক।
জাগরণ/আরকে