• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১১:২৯ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২২, ১১:২৯ এএম

নবীনগরে পঁচা মাংস বিক্রি করায় কসাইকে জেল 

নবীনগরে পঁচা মাংস বিক্রি করায় কসাইকে জেল 

নবীনগর প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে পঁচা মাংস বিক্রির দায়ে মো: আরিফ নামে এক মাংস ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইনে এ দণ্ড দেয়া হয়।

নবীনগর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশাররফ হোসাইন। 

তিনি জানান, অভিযুক্ত ওই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ২০ কেজি পঁচা মাংস বাজেয়াপ্ত করে তা মাটিতে পুতে ফেলা হয় এবং তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

জাগরণ/আরকে