কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহরের চিংগড়িয়া এলাকার খালটির বন্দোবস্ত বাতিল করে জনগনের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার আয়োজনে স্থানীয় সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে শতশত পৌরবাসী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহন করে।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ ।
বক্তারা বলেন, পৌরশহরের মধ্যে চিংগড়িয়ার খালটি একটি গুরুত্বপূর্ন খাল। এ খালের উপর টিয়াখালী এবং চিংগড়িয়ার শতশত কৃষক নির্ভর করে। অবিলম্বে বন্দোবস্ত বাতিল এবং স্বাভাবিক পানি প্রবাহের ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেবেন বলে তারা উল্লেখ করেন।
জাগরণ/আরকে