মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ায় দারুল উলুম মারকাজ মাদরাসার উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে এ মাদরাসার উদ্ধোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসা সভাপতি মিজানুর রহমান, সম্পাদক আব্দুর রহমান, সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জমিপাড়ার মরহুম হবিবর রহমান মোল্যার দেয়া বিশ শতক জমিতে মাদরাসা করা হয়েছে। এই মাদরাসারটির পাশের রয়েছে মারকাজ মসজিদ। শুরুতেই এই মাদরাসায় প্রায় ৩০ ছাত্র রয়েছেন।
জমিদাতা হবিবর রহমান মোল্যার ছেলে সাংবাদিক সরোয়ার হোসেন বলেন, আমার বাবার ইচ্ছায় ও এলাকার মানুষের সুবিধার্থে এখানে মসজিদ ও মাদরাসা স্থাপন করা হয়েছে। যাতে এলাকার কোমলমতি শিশুরা এখান থেকে সঠিক নিয়মে কুরআন ও হাদীস শিখতে পারে। ক্রমেই ছাত্র সংখ্যা বাড়ানো হবে।
জাগরণ/আরকে